• Jul 2 2023 - 13:27
  • 61
  • : 1 minute(s)

সুইডেনের চার্জ দ্যা আফেয়ার্সকে তলব করল ইরান

বাক স্বাধীনতার নামে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে সুইডেনের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

বাক স্বাধীনতার নামে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে সুইডেনের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। পবিত্র ঈদুল আযহার কাছাকাছি সময়ে সুইডেন সরকারের অনুমতি নিয়ে একদল উগ্রবাদী দুষ্কৃতিকারী এই জঘন্য কাজ করেছে।

কুরআন পোড়ানোর প্রতিবাদ জানাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক সুইডেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তার কার্যালয়ে ডেকে পাঠান।

গত বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমে কেন্দ্রীয় মসজিদের সামনে মুসলমানদের এই পবিত্র ধর্মগ্রন্থে দুই দুষ্কৃতকারী আগুন ধরিয়ে দেয়। তাদেরকে সুইডেনের একটি আদালত পবিত্র কুরআন পোড়ানোর অনুমতি দেয়। এর আগেও তারা রাষ্ট্রীয় সমর্থনে পবিত্র কুরআন পোড়ানোর মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে। তবে এবারের এই ঘটনা ঘটেছে ঈদুল আযহার কাছাকাছি সময় যখন পবিত্র মক্কা মোয়াজ্জামায় লাখ লাখ মুসলমান হজব্রত পালন করছিলেন।

সুইডেনের আদালতের পক্ষ থেকে কুরআন পোড়ানোর এই জঘন্য কর্মকাণ্ডের অনুমতি দেয়ার কারণে বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরান সুইডেনের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে এই কাজের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে। একই সাথে ইরানি কর্মকর্তা বলেছেন, বাক স্বাধীনতার নামে পবিত্র কুরআন পুড়িয়ে মানবাধিকারের অবধারিত নীতিকে লঙ্ঘন করা হয়েছে এবং এটি ঘ্রণ্যতম কাজের উদাহরণ ছাড়া আর কিছু নয়। ইরানি কর্মকর্তা সুস্পষ্টভাবে সুইডেনের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে বলেছেন যে, এই ধরনের অবমাননাকর কাজ সুইডেন কর্তৃপক্ষ যেন আর না করে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: