• Sep 15 2022 - 14:18
  • 101
  • : Less than one minute

সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য হওয়ার স্মারকে সই করল ইরান

সাংহাই সহযোগিতার সংস্থা বা এসসিও-তে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার জন্য প্রতিশ্রুতি স্মারকের সই করেছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান।

সাংহাই সহযোগিতার সংস্থা বা এসসিও-তে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার জন্য প্রতিশ্রুতি স্মারকের সই করেছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। গতকাল বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এক টুইটার বার্তায় স্মারকে সই করার কথা ঘোষণা করেন।

এর মধ্য দিয়ে ইরান আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে নতুন একটি অধ্যায়ে প্রবেশ করল। আজ থেকে উজবেকিস্তানের সমরকন্দ শহরে এসসিও'র শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি একটি প্রতিনিধিদল নিয়ে এরইমধ্যে সমরকন্দ পৌঁছেছেন। এই প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানও রয়েছেন।

তিনি এক টুইটার পোস্টে বলেছেন, "আজ রাতে ঐতিহাসিক সমরকন্দ শহরে আমি সাংহাই সহযোগিতা সংস্থায় ইরানকে স্থায়ী সদস্য হিসেবে যুক্ত করার জন্য সংস্থার মহাসচিবের মাধ্যমে প্রতিশ্রুতি স্মারকে সই করলাম। এখন আমরা নতুন একটি অধ্যায়ে পৌঁছেছি যেখানে অর্থনীতি, বাণিজ্য, পরিবহন ও জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে নানা রকমের সহযোগিতার সুযোগ রয়েছে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিশ্রুতি স্মারকে সই করার পর সংস্থার মহাসচিব ঝ্যাং মিং এসসিও-তে স্থায়ীভাবে প্রবেশের জন্য অভিনন্দন জানিয়েছেন।# পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: