সাংহাই সহযোগিতা পরিষদে যোগদানের বিল অনুমোদন করল ইরানের সংসদ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, সাংহাই সহযোগিতা সংস্থায় যোগদানের পক্ষে ইরানের পার্লামেন্ট যে অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেছে তা থেকে সার্বিক আন্তর্জাতিক সহযোগিতার প্রতি তেহরানের দৃঢ় প্রত্যয়ের প্রমাণ পাওয়া যায়।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, সাংহাই সহযোগিতা সংস্থায় যোগদানের পক্ষে ইরানের পার্লামেন্ট যে অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেছে তা থেকে সার্বিক আন্তর্জাতিক সহযোগিতার প্রতি তেহরানের দৃঢ় প্রত্যয়ের প্রমাণ পাওয়া যায়।
গতকাল (রোববার) ইরানের জাতীয় সংসদ- মজলিসে শুরায়ে ইসলামি বিপুল ভোটে সাংহাই সহযোগিতা পরিষদে ইরানের যোগদান সংক্রান্ত বিলটি পাস করে। বিলটি পাস হওয়ার পর সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিটির মুখপাত্র আবুলফজল আমুয়ি বলেন, সরকার এখন সাংহাই সহযোগিতা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভের কাগজপত্রে সই করতে পারে।
বিলটি সংসদে পাস হওয়ার পর নিজের অফিসিয়াল টুইটার পেজে এক পোস্ট দিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইরান আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে এশিয়ার বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞ।
চীন, রাশিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরঘিজিস্তান ও তাজিকিস্তান মিলে ২০০১ সালে সাংহাই সহযোগিতা সংস্থা গঠন করে। আট স্থায়ী সদস্য ও তিন পর্যবেক্ষক সদস্যের এই সংস্থা বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থা হিসেবে পরিচিত। ইরান এতদিন এই সংস্থার পর্যবেক্ষক সদস্য থাকলেও গত মার্চে এটির স্থায়ী সদস্যপদ লাভের প্রক্রিয়া শুরু করে। আমেরিকাসহ গোটা পশ্চিমা বিশ্ব যখন ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেয়ার চেষ্টা করছে তখন বৃহত্তম আঞ্চলিক সহযোগিতা সংস্থায় ইরানের স্থায়ী সদস্যপদ লাভকে তাৎপর্যপূর্ণ বলে পর্যবেক্ষকরা মনে করছেন।# পার্সটুডে
.