• Nov 18 2024 - 09:12
  • 3
  • : Less than one minute

সাংহাই র‌্যাঙ্কিংয়ে ২৯টি ইরানি বিশ্ববিদ্যালয়

সাংহাই র‌্যাঙ্কিং কর্তৃক প্রকাশিত গ্লোবাল র‍্যাঙ্কিং অব অ্যাকাডেমিক সাবজেক্ট (জিআরএএস) ২০২৪-এ বিশ্বসেরা প্রতিষ্ঠানের তালিকায় ২৯টি ইরানি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

সাংহাই র‌্যাঙ্কিং কর্তৃক প্রকাশিত গ্লোবাল র‍্যাঙ্কিং অব অ্যাকাডেমিক সাবজেক্ট (জিআরএএস) ২০২৪-এ বিশ্বসেরা প্রতিষ্ঠানের তালিকায় ২৯টি ইরানি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ৯৬টি দেশ ও অঞ্চলের ৫ হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১ হাজার ৯০০টির অধিক বিশ্ববিদ্যালয়কে তালিকায় স্থান দেওয়া হয়।

এই বছরের লিগ টেবিলে প্রাকৃতিক বিজ্ঞান, প্রকৌশল, জীবন বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের ৫৫টি বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে।

ইরানের বিশ্ববিদ্যালয়গুলো প্রকৌশল ও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে ভালো পারফরম্যান্স করেছে। এই দুই ক্ষেত্রে যথাক্রমে ৭১ এবং ২৪তম স্থান লাভ করেছে। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: