সম্পূর্ণ মানবিক কারণে আমেরিকার সঙ্গে বন্দি বিনিময় করেছি: রায়িসি
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের যে বন্দি বিনিময় হয়েছে তা নিছক মানবিক কারণে করা হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের যে বন্দি বিনিময় হয়েছে তা নিছক মানবিক কারণে করা হয়েছে।
জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থানকারী প্রেসিডেন্ট রায়িসি স্থানীয় সময় সোমবার সিনিয়র মার্কিন সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ মন্তব্য করেন। সোমবারই কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরান নিজ নিজ কারাগারে আটক থাকা পাঁচজন করে বন্দিকে মুক্তি দিয়েছে।
মার্কিন সাংবাদিকদের ইরানের প্রেসিডেন্ট বলেন, নিঃসন্দেহে মার্কিন সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য যেকোনো পদক্ষেপ নিলে তার ফলে তাদের প্রতি আমাদের আস্থা বাড়বে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকার নির্দেশে দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া অর্থ এখন ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং এই অর্থ তেহরান তার প্রয়োজন অনুযায়ী খরচ করবে।
প্রায় দুই বছরের উচ্চ পর্যায়ের আলোচনা শেষে সোমবার ইরান ও আমেরিকার মধ্যে বন্দি বিনিময়ের পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইরানের তেল বিক্রির ৬০০ কোটি ডলার কাতারে অবস্থিত ইরানের কয়েকটি ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আলীরেজা ফারজিন বলেছেন, এই অর্থ এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।#
পার্সটুডে
.