• Dec 11 2023 - 09:00
  • 38
  • : Less than one minute

সফলভাবে নতুন বায়ো-স্পেস ক্যাপসুল উৎক্ষেপণ ইরানের

ইসলামী প্রজাতন্ত্র ইরান মহাকাশে সফলভাবে নতুন বায়ো-স্পেস ক্যাপসুল উৎক্ষেপণ করেছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরান মহাকাশে সফলভাবে নতুন বায়ো-স্পেস ক্যাপসুল  উৎক্ষেপণ করেছে। বুধবার সকালে দেশীয়ভাবে নির্মিত সালমান লঞ্চারের মাধ্যমে ইরানের নতুন জৈবিক ক্যাপসুল সফলভাবে উৎক্ষেপণ করা হয়।

মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা বাস্তবায়নের সাথে সামঞ্জস্য রেখে বায়ো-স্পেস ক্যাপসুলটি উৎক্ষেপণ করা হয়। এই ক্ষেত্রে প্রয়োজনীয় সব প্রযুক্তির বিকাশ এবং অর্জনের লক্ষ্যে এটিকে পৃথিবীর পৃষ্ঠ থেকে ১৩০ কিলোমিটার উচ্চতায় উৎক্ষেপণ করা হয়েছে।

৫০০ কেজি ক্যাপসুল উৎক্ষেপণ করে ইরান মহাকাশ সংস্থা এবং এটি নির্মাণ করে বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অ্যারোস্পেস রিসার্চ ইনস্টিটিউট। সূত্র: মেহর নিউজ

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: