সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির সাথে ইরানি কালচারাল কাউন্সেলরের সাক্ষাৎ
বাংলাদেশে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী বুধবার জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপির সাথে সাক্ষাৎ করেছেন।
বাংলাদেশে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী বুধবার জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপির সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে ভ্রাতৃ ও বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা ও মতিবিনিময় হয়।
এ সময় ইরানি কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী বলেন, ইরান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের গভীর সম্পর্ক রয়েছে এবং দেশদুটির অনেক সংস্কৃতিও অভিন্ন।আমরা চাই দু’দেশের এই সম্পর্ককে অনন্য উচ্চতায় পৌঁছাতে। এসময় জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি ইরানি কালচারাল কাউন্সেলরের বক্তব্যের সাথে একমত পোষণ করে বলেন, ইরান শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ একটি দেশ। বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে ইরানের অগ্রগতি চোখে পড়ার মতো। দেশটির সাথে সহযোগিতা আরো জোরদারের ব্যাপারে বাংলাদেশ সরকার যথেষ্ট আন্তরিক বলেন জানান তিনি।এসময় ঢাকাস্থ ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।
.