শহীদ হিজবুল্লাহ নেতার দাফন অনুষ্ঠানে ইরান উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শহীদ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর জানাযা ও দাফন অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শহীদ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর জানাযা ও দাফন অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠাবে তেহরান।
শহীদ নাসরুল্লাহর পাশাপাশি হিজবুল্লাহর পলিটিক্যাল কাউন্সিলের শহীদ প্রেসিডেন্ট সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের দাফন অনুষ্ঠান আগামী ২৩ ফেব্রুয়ারি লেবাননের রাজধানী বৈরুতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশ্বের ৭৯টি দেশের সরকারি ও বেসরকারি প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। পার্সটুডে জানাচ্ছে, গতকাল (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ির কাছে জানতে চান, ইরান বৈরুতের দাফন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে কিনা। জবাবে বাকায়ি বলেন: এটি একটি অতি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, কাজেই আমরা সেখানে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠাচ্ছি।
বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় এক বছর ধরে গণহত্যা ও যুদ্ধাপরাধ চালানোর পর ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর গাজার পাশাপাশি লেবাননেও আগ্রাসন শুরু করে। ২৭ সেপ্টেম্বর রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলীতে ইসরাইলের এক ভয়াবহ বিমান হামলায় হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শাহাদাতবরণ করেন। এরপর ৩ অক্টোবর বৈরুতে আরেক ইসরাইলি বিমান হামলায় সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনও শাহাদাতের অমীয় সুধা পান করেন।
.