• Feb 23 2025 - 12:30
  • 10
  • : 1 minute(s)

শহীদ হাসান নাসরুল্লাহ এবং সাফিউদ্দিনের জানাজা উপলক্ষে বিশাল আয়োজন

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শহীদ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিভিন্ন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিনিধিদল বৈরুতে পৌঁছেছেন।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শহীদ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিভিন্ন দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিনিধিদল বৈরুতে পৌঁছেছেন।

লেবাননের হিজবুল্লাহর রাজনৈতিক পরিষদের শহীদ চেয়ারম্যান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের মরদেহ আগামীকাল ২৩শে ফেব্রুয়ারী ২০২৫ তারিখে দক্ষিণ লেবাননে দাফন করা হবে। মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় ইয়েমেন, ইরাক, তিউনিসিয়া, মৌরিতানিয়া, তুরস্ক এবং ইরানের সরকারি প্রতিনিধিদল শহীদ সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ এবং সাইয়্যেদ হাশেম সাফি আল-দীনের জানাজা অনুষ্ঠানে অংশ নিতে বৈরুতে পৌঁছাবে।

ইয়েমেনি প্রতিনিধিদল বৈরুতে পৌঁছেছে

ইয়েমেনের আল-মাসিরাহ টিভি চ্যানেল সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর জানাজায় যোগ দিতে লেবাননের রাজধানীর রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ইয়েমেনি সরকারি প্রতিনিধিদলের স্বাগতের ছবি প্রকাশ করেছে।

হামাসের আহ্বান

ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) বৈরুতে শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের জানাজা অনুষ্ঠানে ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য জনগণকে আমন্ত্রণ জানিয়েছে। এই ফিলিস্তিনি আন্দোলন শহীদদের প্রতি আনুগত্যের উপর জোর দিয়ে এবং ফিলিস্তিনের সম্পূর্ণ মুক্তি না হওয়া পর্যন্ত প্রতিরোধের পথ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্তি করে সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর জানাজায় জনগণের ব্যাপক উপস্থিতির আহ্বান জানিয়েছে।

শহীদ নাসরুল্লাহর জানাজায় ইরানের সংসদ স্পিকারের উপস্থিতি

শহীদ হাসান নাসরুল্লাহ এবং শহীদ সাফিউদ্দিনের জানাজায় যোগদানের জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফের নেতৃত্বে ইরানের রাষ্ট্রীয় কর্মকর্তাদের একটি দল লেবাননের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

বাবার জানাজায় যোগদানের জন্য সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর ছেলের আহ্বান

লেবাননের হিজবুল্লাহর শহীদ মহাসচিবের পুত্র সাইয়্যেদ মোহাম্মদ মাহদী নাসরুল্লাহ তার বাবার জানাজায় যোগদানের জন্য জনগণকে আমন্ত্রণ জানিয়ে এক বক্তৃতায় বলেন,  "সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর জানাজায় অংশগ্রহণ করা হলো নিজের অবস্থান ঘোষণা করার এবং শহীদ নাসরাল্লাহর প্রতি বাস্তব ভালোবাসা প্রদর্শনের দিন।"

মোহাম্মদ মাহদী নাসরুল্লাহ বলেন,  "শত্রু, বিরোধী এবং অশুভ কামনাকারীরা যেকোনো উপায়ে জানাজা অনুষ্ঠানটি যাতে না হয় তার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল।"

জেরুজালেমের রোমান অর্থোডক্স চার্চের আর্চবিশপের বার্তা

অধিকৃত জেরুজালেমের রোমান অর্থোডক্স চার্চের আর্চবিশপ আতাল্লাহ হান্না শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর মহৎ অবস্থানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এক বার্তায় বলেছেন, 'আমরা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ, তার সহকর্মী, ডেপুটি এবং যারা তার সাথে ছিলেন এবং ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছিলেন, ফিলিস্তিনকে রক্ষা করেছিলেন এবং ফিলিস্তিনের জন্য চড়া মূল্য দিয়েছিলেন তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই।'

হান্না আরও বলেন, "ফিলিস্তিনি জনগণ আত্মসমর্পণের পতাকা উত্তোলন করবে না এবং তারা তাদের অধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কারণ ফিলিস্তিনি অভিধানে আত্মসমর্পণ শব্দটির কোন স্থান নেই।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: