• Nov 29 2022 - 12:12
  • 86
  • : Less than one minute

শত্রুদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে বহু দশক পর্যন্ত অকার্যকর করে রাখবে ইরান

ইরানে তৈরি সর্বশেষ সুপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শত্রুদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে কয়েক দশক পর্যন্ত অকার্যকর করে রাখবে।

ইরানে তৈরি সর্বশেষ সুপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শত্রুদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে কয়েক দশক পর্যন্ত অকার্যকর করে রাখবে।

এ তথ্য জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে।

আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর কাছে থাকা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সাধারণত স্বয়ংক্রিয়ভাবে প্রতিপক্ষের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে এবং তা তা আকাশেই ভূপাতিত করে দিতে সক্ষম। কিন্তু জেনারেল হাজিজাদে বলছেন, বিশ্বে এমন কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা তার দেশের সুপারসনিক বা শব্দের চেয়ে দ্রুতগামী ক্ষেপণাস্ত্রগুলোকে শনাক্ত করতে পারে। হাজিজাদে সোমবার তেহরানে তার বাহিনীর অর্জনগুলোর একটি প্রদর্শনীতে অংশ নিয়ে বলেন, ক্ষেপণাস্ত্র, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান, রাডার এবং মহাকাশ শিল্পে ইরান সাম্প্রতিক সময়ে অকল্পনীয় উন্নতি করেছে। তিনি আরো বলেন, সম্প্রতি উন্মোচন করা ইরানের সুপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও তাদের মিত্রদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে বহু দশক ধরে অকার্যকর করে রাখবে।

আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার বলেন, ইরানের তরুণ বিজ্ঞানীরা এদেশের প্রতিরক্ষা শিল্পকে সমৃদ্ধির শিখরে পৌঁছে দিয়েছেন। দেশের অর্থনীতিসহ বিদ্যমান অন্যান্য সমস্যা সমাধান করে সার্বিকভাবে দেশের উন্নতি ও অগ্রগতিতে এই অভিজ্ঞতা কাজে লাগানো হবে।# পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: