• Oct 2 2022 - 12:23
  • 80
  • : Less than one minute

শক্তিশালী গ্যারান্টি দিলেই পরমাণু সমঝোতা নিয়ে চুক্তি সম্ভব: রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার ব্যাপারে তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার ব্যাপারে তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, প্রতিপক্ষ আবার এই সমঝোতা থেকে বেরিয়ে যাবে না বলে শক্তিশালী গ্যারান্টি দিলেই এটি আবার চালু করার ব্যাপারে একটি ভালো ও স্বচ্ছ চুক্তি করা সম্ভব।

 তিনি বুধবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকার অনুষ্ঠানে তার দেশের এ অবস্থান তুলে ধরেন। 

রায়িসি বলেন, তিনি জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে সাম্প্রতিক নিউ ইয়র্ক সফরের সময় একথা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ইরানকে পরমাণু সমঝোতার আর্থিক সুবিধা ভোগ করার সুযোগ এবং এই সমঝোতা থেকে আমেরিকা আরেকবার বেরিয়ে যাবে না বলে শক্তিশালী গ্যারান্টি দিতে হবে।

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ২০১৮ সালে আমেরিকা একতরফাভাব বেরিয়ে যাওয়ার পর এটি নিয়ে চলমান অচলাবস্থা সৃষ্টি হয়। আমেরিকা যেনতেন একটি চুক্তি সই করে ওই সমঝোতা আবার চালু করতে চাইলেও তেহরান প্রয়োজনীয় গ্যারান্টি ছাড়া কোনো চুক্তি সই করতে নারাজ।# পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: