• Jul 13 2023 - 10:18
  • 41
  • : Less than one minute

লিডেন র‌্যাঙ্কিং: বিশ্বসেরায় ইরানের ৪৬ বিশ্ববিদ্যালয়

লিডেন র‌্যাঙ্কিং সিস্টেম ২০২৩ সালের প্রতিবেদন প্রকাশ করেছে।

লিডেন র‌্যাঙ্কিং সিস্টেম ২০২৩ সালের প্রতিবেদন প্রকাশ করেছে। সর্বশেষ এই র‌্যাঙ্কিংয়ে ইরানের ৪৬টি বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা ১ হাজার ৪১১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে।

গত বছর ইরানের ৪৪টি বিশ্ববিদ্যালয় এই র‌্যাঙ্কিংয়ে তালিকাভুক্ত হয়।ইসলামি দেশগুলির মধ্যে ইরান প্রথম স্থানে রয়েছে। এরপর যথাক্রমে তুরস্ক এবং মিশরের ৩৬ এবং ১৩টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এই খবর দিয়েছে বার্তা সংস্থা ইসনা।

সিডব্লিউটিএস লিডেন র‌্যাঙ্কিং ২০২৩ বিশ্বব্যাপী ১৪শ টিরও বেশি প্রধান বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক কর্মক্ষমতা সম্পর্কে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি তুলে ধরেছে।

সম্প্রতি, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ের ২০তম সংস্করণে ২০২৩ সালে সাতটি ইরানি বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে স্থান দেওয়া হয়। আগের বছর দেশটির ছয়টি বিশ্ববিদ্যালয় এতে স্থান পায়। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: