লাতিন আমেরিকায় ইরানের রপ্তানি ৬৮০ শতাংশ বেড়েছে
ইরান চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম চার মাসে (মার্চ ২০ থেকে জুলাই ২১) লাতিন আমেরিকায় ১৩৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৪৩৬ মিলিয়ন টন পণ্য রপ্তানি করেছে। যা আগের বছরের তুলনায় ৬৮০ শতাংশ বেশি।
ইরান চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম চার মাসে (মার্চ ২০ থেকে জুলাই ২১) লাতিন আমেরিকায় ১৩৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ৪৩৬ মিলিয়ন টন পণ্য রপ্তানি করেছে। যা আগের বছরের তুলনায় ৬৮০ শতাংশ বেশি। খবর আইআরআইবি’র
ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসন (আইআরআইসিএ) প্রকাশিত সর্বশেষ তথ্যমতে, উল্লিখিত দেশগুলিতে বছরের প্রথম চার মাসে ওজনের দিক দিয়েও রপ্তানি বেড়েছে ১৮ মিলিয়ন টন।
ওই সময়ে ইরান আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, কিউবা, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, গুয়াতেমালা, মেক্সিকো, পেরু, প্যারাগুয়ে, এল সালভাদর, উরুগুয়ে এবং ভেনিজুয়েলাসহ ১৫টি বিভিন্ন লাতিন আমেরিকার দেশে পণ্য রপ্তানি করে।
ইরানি পণ্যের শীর্ষ রপ্তানি গন্তব্য ছিল ব্রাজিল। দেশটি ইসলামি প্রজাতন্ত্র থেকে ৪৩৫ টন পণ্য আমদানি করে। এরপরে সর্বোচ্চ আমদানি করে ভেনেজুয়েলা, কিউবা, কলম্বিয়া এবং মেক্সিকো।
সূত্র: তেহরান টাইমস
.