লাখো মানুষের কারবালামুখী পদযাত্রা জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাত বার্ষিকীর চেহলাম উপলক্ষে লাখো মানুষের শোক মিছিল জুলুমের বিরুদ্ধে লড়াই এবং স্বাধীনতা সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাত বার্ষিকীর চেহলাম উপলক্ষে লাখো মানুষের শোক মিছিল জুলুমের বিরুদ্ধে লড়াই এবং স্বাধীনতা সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে। তিনি ইরাকের আরবি ভাষার আল-জোরা এবং আল-সাবাহ পত্রিকায় প্রকাশিত একটি বার্তায় এ কথা বলেছেন।
তিনি আরও লিখেছেন, বর্তমানে বিশ্বের বৃহৎ জনসমাবেশগুলোর একটি হচ্ছে ইমাম হোসাইন (আ.)'র চেহলাম বার্ষিকীর শোক সমাবেশ। এই শোকানুষ্ঠানকে আরবাইনের পদযাত্রা নামেও অভিহিত করা হয়।
তিনি বলেন- এটা খুবই স্পষ্ট যে, ইসলামের শত্রুরা বিশেষ করে ইহুদিবাদী শাসকরা এ ধরনের সংহতি ও মহানুভবতাকে ভয় পায়। কারণ তারা সব সময় মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টা করে এবং মুসলিম দেশগুলোতে উগ্রতা উসকে দিতে চায়। এ ধরণের শত্রুতা মোকাবেলার জন্য সব মুসলমানের সতর্ক হওয়া জরুরি বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
মহানবী হজরত মুহাম্মাদ (স.)'র প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন (আ.)’র মাজার ইরাকের কারবালায় অবস্থিত। ইমামের শাহাদাতের চেহলাম বা চল্লিশার বার্ষিকী সামনে রেখে এখন সেখানে প্রতি মুহূর্তে বাড়ছে মানুষের ভিড়।#
পার্সটুডে
.