• Mar 30 2025 - 08:40
  • 2
  • : 1 minute(s)

রেডিওমেডিসিনের ক্ষেত্রে ইরান বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ

ইরানের পরমাণু শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, ইরান ওষুধ ও রেডিওফার্মাসিউটিক্যালসে ১৫টি নতুন সাফল্য পেয়েছে।

ইরানের পরমাণু শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, ইরান ওষুধ ও রেডিওফার্মাসিউটিক্যালসে ১৫টি নতুন সাফল্য পেয়েছে। সর্বশেষ এই সাফল্যের মধ্যদিয়ে দেশটি সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশ্বের শীর্ষ ৩টি দেশের মধ্যে স্থান করে নিয়েছে।

তেহরানে জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি সংস্থার অর্জনের কথা উল্লেখ করে বলেন, গত বছর ইরান গবেষণা অবকাঠামো উন্নয়ন এবং পারমাণবিক শিল্পের বাণিজ্যিকীকরণ ত্বরান্বিত করতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে।

বিশেষত বিকিরণ ক্ষেত্রের কার্যক্রম আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে যা স্বাস্থ্য ও খাদ্য এবং পরিবেশগত নিরাপত্তার উপর বিকিরণের প্রভাবের বিষয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন ইসলামি।

দেশের সকল শিল্পের পারমাণবিক ক্ষেত্রগুলিতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে। এইওআই সকল ধরনের ইরানি সরঞ্জাম তৈরি করে নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট সব উদ্বেগের সমাধান করেছে।

ইসলামি আরও বলেন: পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ত্বরান্বিত করা, কৃষিতে সহায়তা করার জন্য বিকিরণ ব্যবস্থা চালু করা, খনির অর্থনীতির বিকাশ, ক্যান্সারের চিকিৎসায় প্লাজমা প্রযুক্তি ব্যবহার করা এবং সমাজের জন্য প্রয়োজনীয় রেডিও মেডিসিন উৎপাদন করা যা ইরানকে শীর্ষ উৎপাদনকারী দেশগুলির মধ্যে স্থান দিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে, ইরানের পারমাণবিক বিজ্ঞানীরা দেশের বৈজ্ঞানিক ও গবেষণা কেন্দ্রগুলির জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরণের উচ্চমানের পণ্য উৎপাদনে সফল হয়েছেন। উদাহরণস্বরূপ, ইরানি বিজ্ঞানীরা ক্যান্সার নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছেন যা ক্লিনিকাল ট্রায়াল পর্যায়ে প্রবেশ করবে। এই ক্ষেত্রে ইরান বিশ্বের শীর্ষ ৫টি দেশের মধ্যে রয়েছে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: