• Nov 2 2022 - 12:20
  • 89
  • : Less than one minute

রাশিয়ায় ইরানের সাড়ে সাত মিলিয়ন ডলারের ওষুধ রপ্তানি

গত ইরানি ক্যালেন্ডার বছরে (মার্চ ২০২১ থেকে মার্চ ২০২২) রাশিয়ায় ৭ দশমিক ৫ মিলিয়ন ডলার মূল্যের ইরানের তৈরি ওষুধ রপ্তানি করা হয়েছে।

গত ইরানি ক্যালেন্ডার বছরে (মার্চ ২০২১ থেকে মার্চ ২০২২) রাশিয়ায় ৭ দশমিক ৫ মিলিয়ন ডলার মূল্যের ইরানের তৈরি ওষুধ রপ্তানি করা হয়েছে। ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসনের কর্মকর্তা হোসেইন শোমালি এই তথ্য জানিয়েছেন। খবর ইসনার।
তিনি জানান, ইরান থেকে রাশিয়ায় রপ্তানি করা পণ্যের একটি বড় অংশ ছিল জৈবিক ওষুধ।
শোমালি বলেন, ইরানের ফার্মাসিউটিক্যাল শিল্প একটি সক্রিয় এবং গুরুত্বপূর্ণ শিল্প। বিগত বছরগুলিতে এই শিল্পে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির হয়েছে। পাশাপাশি গ্রহণযোগ্য মাত্রায় ওষুধের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সক্ষম হয়েছে।সূত্র: তেহরান টাইমস।
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: