যৌথ পরিবহন দপ্তর স্থাপন করবে ইরান ও কাতার
ইরান ও কাতার সামুদ্রিক, বিমান চলাচল এবং ট্রানজিট খাতে পরিবহন সম্পর্ক উন্নয়ন এবং প্রতিবন্ধকতা অপসারণের জন্য একটি যৌথ পরিবহন অফিস প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে।
ইরান ও কাতার সামুদ্রিক, বিমান চলাচল এবং ট্রানজিট খাতে পরিবহন সম্পর্ক উন্নয়ন এবং প্রতিবন্ধকতা অপসারণের জন্য একটি যৌথ পরিবহন অফিস প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে।
তেহরানে কাতারের পরিবহন ও যোগাযোগ মন্ত্রী জসিম বিন সাইফ বিন আহমেদ আল সুলাইতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে, ইরান ও কাতারের পরিবহন মন্ত্রীরা সামুদ্রিক, বিমান চলাচল এবং ট্রানজিট খাতে পরিবহন সম্পর্ক বিকাশের জন্য এবং বাধা অপসারণের জন্য একটি যৌথ পরিবহন দপ্তর প্রতিষ্ঠা করতে সম্মত হন। দুই পক্ষ বিশ্বকাপ চলাকালীন সহযোগিতা এবং ইরানিদের বসবাসের সুবিধার বিষয়েও আলোচনা করেছেন। সূত্র: মেহর নিউজ।
.