যৌথ চলচ্চিত্র নির্মাণে জোর দিচ্ছে ইরান ও পাকিস্তান
যৌথভাবে সাংস্কৃতিক ও শৈল্পিক পণ্য উৎপাদনের ওপর জোর দিয়েছেন ইরানি ও পাকিস্তানের সংস্কৃতিমন্ত্রীরা।
যৌথভাবে সাংস্কৃতিক ও শৈল্পিক পণ্য উৎপাদনের ওপর জোর দিয়েছেন ইরানি ও পাকিস্তানের সংস্কৃতিমন্ত্রীরা।
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) তথ্যমন্ত্রীদের দ্বাদশ সম্মেলনে অংশ নিতে তুরস্কের রাজধানী আঙ্কারা সফরে আসা ইরানের সংস্কৃতি ও ইসলামিক দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ মেহেদি ইসমাইলি পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেবের সাথে সাক্ষাত ও আলোচনা করেন। শনিবার সন্ধ্যায় সম্মেলনের বৈঠকে পাকিস্তানের সংস্কৃতি ও তথ্যমন্ত্রী যৌথভাবে সাংস্কৃতিক ও শৈল্পিক পণ্য তৈরির পাশাপাশি দুই দেশে যৌথ চলচ্চিত্র উৎসব আয়োজনের ওপর জোর দেন। ইরানের সংস্কৃতিমন্ত্রী ইরান ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক অভিন্নতার দিকে ইঙ্গিত করে বলেন, দুই রাষ্ট্রের মধ্যে যৌথ সংস্কৃতি ও ইতিহাস এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করতে পারে।সূত্র: মেহর নিউজ।
.