• Oct 8 2025 - 06:14
  • 3
  • : Less than one minute

যুক্তরাষ্ট্রে পুরস্কার পেল ইরানি চলচ্চিত্র: ফিলিস্তিনিরা আমার নায়ক- হলিউড অভিনেত্রী

স্বল্পদৈর্ঘ্য ইরানি চলচ্চিত্র শা'খদা'র বা 'শিংওয়ালা' একটি মার্কিন চলচ্চিত্র উৎসব থেকে দুটি পুরস্কার অর্জন করেছে।

স্বল্পদৈর্ঘ্য ইরানি চলচ্চিত্র শা'খদা'র বা 'শিংওয়ালা' একটি মার্কিন চলচ্চিত্র উৎসব থেকে দুটি পুরস্কার অর্জন করেছে।

পার্সটুডে জানিয়েছে, ইরানি পরিচালক 'আমির হোসেন জাওয়াহেরি'র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'শিংওয়ালা' আমেরিকার একটি চলচ্চিত্র উৎসব থেকে দুটি পুরস্কার অর্জনে সক্ষম হয়েছে। তার সর্বশেষ আন্তর্জাতিক উপস্থিতিতে, 'শিংওয়ালা' মার্কিন যুক্তরাষ্ট্রে FABA উৎসব থেকে সেরা স্বল্পদৈর্ঘ্য ডকুমেন্টারি এবং সেরা সম্পাদনার দুটি পুরস্কার জিতেছে।

ওই অনুষ্ঠানে, সেরা স্বল্পদৈর্ঘ্য ডকুমেন্টারির পুরস্কার দেওয়া হয় ইরানের 'আমির হোসেন জাওয়াহেরি'কে এবং সেরা সম্পাদনার পুরস্কার দেওয়া হয় ইরানের 'ফারিদ বাররি'কে।

'শিংওয়ালা' ডকুমেন্টারি এবং রূপক বর্ণনার একটি মিশ্রণ। চলচ্চিত্রটির গল্পে বলা হয়েছে: 'মানুষের শিং গজানো' একটি অত্যন্ত বিরল রোগ যা সাধারণত কিছু ঐতিহ্যবাহী সম্প্রদায়ের মধ্যে দেখা যায়। গবেষণা অনুসারে, এই রোগটি সাধারণত একাকীত্ব ও ব্যক্তিগত প্রবৃত্তির দমন থেকে উদ্ভুত হয়। এর সবচেয়ে স্পষ্ট লক্ষণ হলো রোগীর কপালে শিং গজানো।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: