যাত্রীবাহী বিমানের খুচরা যন্ত্রাংশ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ইরান
ইরান বর্তমানে বিমানের খুচরা যন্ত্রাংশ সরবরাহে স্বয়ংসম্পূর্ণ।
ইরান বর্তমানে বিমানের খুচরা যন্ত্রাংশ সরবরাহে স্বয়ংসম্পূর্ণ। কোনো ধরনের মেরামতের জন্য অন্য দেশে বিমান পাঠানোরও প্রায় কোনো প্রয়োজন নেই দেশটির। ইরানের জ্ঞান-ভিত্তিক অর্থনীতি উন্নয়নের বৈজ্ঞানিক বিভাগের ডেপুটি জাভেদ মাশায়েখ বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাণিজ্যিক এবং যাত্রীবাহী বিমানের ক্ষেত্রে ইরান বিদেশিদের কাছ থেকে বিমানের যন্ত্রাংশ কেনার ওপর অত্যন্ত নির্ভরশীল ছিল এবং দেশটির উপর আরোপিত নানা নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর দেশটির কিছু জ্ঞান-ভিত্তিক কোম্পানি দেশীয় গাড়ির খুচরা যন্ত্রাংশ তৈরি এবং বিমানের ইঞ্জিন মেরামত ও রক্ষণাবেক্ষণের চেষ্টা করে আসছিল।
মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য বাইরের দেশে বিমান পাঠানোর আর প্রয়োজন নেই উল্লেখ করে তিনি আরও বলেন, এমনকি কিছু দেশ আছে যারা বিভিন্ন কারণে অনুমোদিত এবং খুচরা যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ পরিষেবা সরবরাহ করতে অক্ষম তারা ইরানে আসে এবং ইরানি বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে থাকে। সূত্র: তেহরান টাইমস