মিগ-২৯ সিমুলেটর সিস্টেম চালু করলো ইরান
মিগ-২৯ যুদ্ধবিমানের সিমুলেটর সিস্টেম চালু করলো ইরান।
মিগ-২৯ যুদ্ধবিমানের সিমুলেটর সিস্টেম চালু করলো ইরান। রোববার শহিদ সাত্তারি অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে সিমুলেটর সিস্টেমটি চালু করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আবোলরহিম মুসাভি।
মুসাভি মিগ-২৯ ফাইটার জেটের সিমুলেটর সিস্টেম তৈরি করার জন্য শহিদ সাত্তারি বিশ্ববিদ্যালয়ের সেনা বিমান বাহিনীর অভিজাতদের প্রশংসা করেন।
তিনি এই ধরনের একটি সিমুলেটর নির্মাণ ও উৎপাদনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন যা ইতিমধ্যেই অন্যান্য বিমানের জন্য তৈরি করা হয়েছে।
মিগ-২৯ ইলেকট্রনিক ওয়ারফেয়ার ট্রেনিং সিমুলেটর পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে উল্লেখ করে মুসাভি বলেন, এটি অবশ্যই বিমান বাহিনীর যুদ্ধ সক্ষমতা বাড়াবে। এই সিমুলেটর সিস্টেমগুলি আগামী দিনে মিগ-২৯ ফাইটার দিয়ে সজ্জিত ঘাঁটিতে পৌঁছে দেওয়া হবে। সূত্র: মেহর নিউজ।
.