মার্কিন হুমকি ও নিষেধাজ্ঞাকে ইরানি জনগণ সুযোগ হিসেবে গ্রহণ করেছে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের জনগণ মার্কিন হুমকি ও নিষেধাজ্ঞাকে সুযোগ হিসেবে গ্রহণ করেছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের জনগণ মার্কিন হুমকি ও নিষেধাজ্ঞাকে সুযোগ হিসেবে গ্রহণ করেছে। লাতিন আমেরিকার দেশ নিকারাগুয়া সফরে পৌঁছে তিনি একথা বলেছেন।
গতকাল (মঙ্গলবার) স্থানীয় সময় সন্ধ্যায় ভেনিজুয়েলা থেকে প্রেসিডেন্ট রাইসি নিকারাগুয়া পৌঁছান। সেখানে তাকে দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। বর্তমানে প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি লাতিন আমেরিকা সফরে রয়েছেন। সফরের দ্বিতীয় দেশ হিসেবে তিনি নিকারাগুয়া পৌঁছালেন।
তিনি বলেন, আমেরিকার হুমকি এবং নিষেধাজ্ঞার মাধ্যমে আমাদের দেশের জনগণকে থামিয়ে দিতে চেয়েছিল কিন্তু তারা শুধু এই হুমকি প্রতিরোধই করেনি বরং তারা হুমকি এবং নিষেধাজ্ঞাকে উন্নতির সুযোগ হিসেবে গ্রহণ করেছে। তিনি বলেন, নিকারাগুয়ার জনগণ ও বলদর্পি শক্তির বাড়তি দাবি প্রতিরোধ করে বিজয়ের দিকে এগিয়ে গেছে। প্রেসিডেন্ট রায়িসি বলেন, তার দেশ এবং নিকারাগুয়ার জনগণ একইভাবে স্বাধীনতা, মুক্তি এবং ন্যায়বিচার প্রত্যাশী।
তিনি পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকার গণতন্ত্র এবং মানবাধিকারের দাবীকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে সেই সব দেশের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান যেসব দেশ জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করে পরিচালিত হচ্ছে। প্রেসিডেন্ট রায়িসি বলেন, আমেরিকা এসব দেশকে সম্মান দেখানোর পরিবর্তে তাদের বিরুদ্ধে নানা ধরনের হুমকি ও শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার চেষ্টা করে।#
পার্সটুডে
.