• Nov 7 2023 - 09:52
  • 112
  • : Less than one minute

মার্কিন সহযোগিতা না থাকলে ইসরাইল চলতে পারবে না: ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, গাজায় গণহত্যা বন্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের ওপর মুসলিম বিশ্বের রাজনৈতিক চাপ বাড়াতে হবে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, গাজায় গণহত্যা বন্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের ওপর মুসলিম বিশ্বের রাজনৈতিক চাপ বাড়াতে হবে।

ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আস-সুদানি ও তার সফরসঙ্গীরা আজ (সোমবার) সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, ইরাক এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ হিসেবে গাজায় মানুষ হত্যা বন্ধে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে এবং আরব ও মুসলিম বিশ্বে একটি নতুন লাইনের সূচনা করতে পারবে।

সর্বোচ্চ নেতা বলেন, গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞে আমেরিকাও অংশীদার। তাদের সামরিক ও রাজনৈতিক সহযোগিতা না থাকলে ইহুদিবাদী ইসরাইল চলতে পারবে না। চলমান যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, গাজায় ইসরাইলি অপরাধযজ্ঞ পরিচালনায় যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ভূমিকার প্রমাণ আরও প্রকট হয়ে উঠছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, গাজায় ব্যাপক হত্যাযজ্ঞ চালানো সত্ত্বেও এখন পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলই পরাজিত। কারণ, তারা নিজেদের হারানো ইজ্জত পুনরুদ্ধার করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: