মার্কিন নৌযানগুলো স্যাটেলাইটের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে: ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ফাখরি বলেছেন- এই অঞ্চলের লোহিত সাগর, ভূমধ্যসাগার এবং মহাসাগরগুলোতে মার্কিন যুদ্ধজাহাজসহ তাদের সব নৌযানের চলাচল স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ফাখরি বলেছেন- এই অঞ্চলের লোহিত সাগর, ভূমধ্যসাগার এবং মহাসাগরগুলোতে মার্কিন যুদ্ধজাহাজসহ তাদের সব নৌযানের চলাচল স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ইরানের ফার্স বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ডিওয়াইট ডি. আইজেনহাওয়ার এবং এই বহরে থাকা আরও দু'টি যুদ্ধজাহাজ সম্প্রতি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী থেকে চলে গেছে। এই রণতরীর নেতৃত্বাধীন বহরটি এই অঞ্চলে অবস্থানের সময় এবং এই অঞ্চল ত্যাগ করার সময় পর্যন্ত ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিটের পর্যবেক্ষণে ছিল।
ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, মার্কিন নৌযানগুলোর তৎপরতা সংক্রান্ত স্যাটেলাইট ছবিগুলো নিয়মিত পর্যালোচনা করা হয়। এই অঞ্চলের মহাসাগর, সাগর ও উপসাগরে যেকোনো পরিবর্তনের বিষয়ে নিয়মিত সশস্ত্র বাহিনীকে অবহিত করা হয়।#
পার্সটুডে