মানবাধিকার উৎসবে যাচ্ছে ইরানের ‘অ্যা চাইল্ডলেস ভিলেজ’
ইরানি চলচ্চিত্র ‘অ্যা চাইল্ডলেস ভিলেজ’ ভিয়েনায় আন্তর্জাতিক মানবাধিকার চলচ্চিত্র উৎসবের ১৬তম আসরে অংশ নেবে। ভিয়েনায় ৩০ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে।
ইরানি চলচ্চিত্র ‘অ্যা চাইল্ডলেস ভিলেজ’ ভিয়েনায় আন্তর্জাতিক মানবাধিকার চলচ্চিত্র উৎসবের ১৬তম আসরে অংশ নেবে। ভিয়েনায় ৩০ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে।
‘অ্যা চাইল্ডলেস ভিলেজ’ চলচ্চিত্রে ছোট একটি পল্লি গ্রামের চিত্র তুলে আনা হয়েছে। গ্রামটিতে কিছুকালের জন্য কোনো শিশুর জন্ম হয়নি। আর সব পুরুষরা ধরে নেয় যে এটি নারীদের দোষ।
দুই দশক আগে, গ্রামের নারীদের বন্ধ্যাত্ব নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করতে প্রত্যন্ত এই গ্রামে এসেছিলেন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা কাজেম । কিন্তু গ্রামের নারীরা তাদের সম্মান রক্ষা করতে চেয়েছিল, তাই তারা ফুটেজ চুরি করে পুড়িয়ে দেয়। সূত্র: মেহর নিউজ
.