ভারতে নারী চলচ্চিত্র উৎসবে ইরানের ‘ফ্রিলোডার’
ইলহাম মোহাম্মদজাদের ইরানি শর্ট ফিল্ম ‘ফ্রিলোডার’ আইএডব্লিউআরটি এশিয়ান উইমেন ফিল্ম ফেস্টিভাল ২০২৩-এর ১৮তম আসরে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।
ইলহাম মোহাম্মদজাদের ইরানি শর্ট ফিল্ম ‘ফ্রিলোডার’ আইএডব্লিউআরটি এশিয়ান উইমেন ফিল্ম ফেস্টিভাল ২০২৩-এর ১৮তম আসরে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে। ইরানি চলচ্চিত্র নির্মাতা ইলহাম মোহাম্মদজাদে পরিচালিত এবং প্রযোজিত ‘ফ্রিলোডার’ চলচ্চিত্রে একটি ভুয়া বিবাহবিচ্ছেদের গল্প তুলে ধরা হয়েছে।
শর্ট ফিল্মটির সারমর্মে বলা হয়েছে, ‘আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে এবং একটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে লীলা ও রেজা সমস্যায় পড়েন।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন হামুন সৈয়েদি, রোশনক খোসরাভি, সাহার নাসাজি কাশি এবং ভাহিদ কাজি জাহেদি।
১৮তম আইএডব্লিউআরটি এশিয়ান উইমেনস ফিল্ম ফেস্টিভাল ৯ থেকে ১১ মার্চ অনুষ্ঠিত হবে৷ প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই অনন্য এশিয়ান নারীদের চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়৷ সূত্র: মেহর নিউজ।
.