• Jun 19 2023 - 06:16
  • 50
  • : Less than one minute

ভাঙা হাড় জোড়াতে বিশ্বে প্রথম স্টেম সেল ব্যবহার ইরানি বিজ্ঞানীদের

বিশ্বে প্রথমবারের মতো স্টেম সেল দিয়ে তৈরি হাড়ের স্ক্যাফোল্ড ব্যবহার করে ভাঙা হাড় জোড়া লাগানোর নতুন উপায় আবিষ্কার করেছেন ইরানের বিজ্ঞানীরা।

বিশ্বে প্রথমবারের মতো স্টেম সেল দিয়ে তৈরি হাড়ের স্ক্যাফোল্ড ব্যবহার করে ভাঙা হাড় জোড়া লাগানোর নতুন উপায় আবিষ্কার করেছেন ইরানের বিজ্ঞানীরা। সেমনান ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সের গবেষণা বিভাগের প্রধান মজিদ মির মোহাম্মদ খানি বলেছেন, সেমনান প্রদেশে বিশ্বে প্রথমবারের মতো স্টেম সেল এবং হাড়ের স্ক্যাফোল্ড দিয়ে হাড়ের আঘাত নিরাময় করা হয়েছে।

মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, মানবদেহের সঙ্গে দেহের মিল থাকায় তারা প্রথমে ইঁদুরের ওপর এই গবেষণা চালান।তিনি জানান, কিছু ইঁদুরের হাড় ৮ সপ্তাহে সারানো গেছে। অর কিছু ইঁদুরের ভালো হতে সময় লেগেছে ১২ সপ্তাহ।

ইরানি এই গবেষক বলেন, তারা পরবর্তী ক্লিনিকাল ট্রায়াল পর্বে এটি মানুষের উপর পরীক্ষা করবেন। সূত্র: মেহর নিউজ।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: