• Dec 14 2023 - 09:09
  • 42
  • : Less than one minute

বৈশ্বিক উদ্ভাবন সূচক: দশকের দ্রুততম ক্রমবর্ধমান দেশ ইরান

ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও) প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবন সূচকে (জিআইআই) বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ইরান।

ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও) প্রকাশিত বৈশ্বিক উদ্ভাবন সূচকে (জিআইআই) বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ ইরান। ২০১৩ সালের ১১৩তম স্থান থেকে লাফিয়ে ২০২৩ সালে ৬২তম স্থানে উন্নীত হয়েছে দেশটি।
 
জিআইআই সূচকে ভারত (৪০ তম), ইরান (৬২ তম) এবং কাজাখস্তান (৮১ তম) মধ্য ও দক্ষিণ এশিয়ায় যথাক্রমে প্রথম থেকে তৃতীয় স্থানে রয়েছে। খবর ইরনার
 
বৈশ্বিক উদ্ভাবন এবং প্রযুক্তি সূচকগুলির মধ্যে রয়েছে সৃজনশীল ফলাফল, জ্ঞান এবং প্রযুক্তির আউটপুট, মানব পুঁজি ও গবেষণা এবং ব্যবসায়িক পরিশীলতার সূচক।
 
৬২তম অবস্থান নিয়ে তুরস্কের পরে ইরান আবারও এই অঞ্চলের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। সূত্র: তেহরান টাইমস
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

:

:

:

: