• Apr 19 2023 - 08:09
  • 56
  • : Less than one minute

বৈজ্ঞানিক চ্যালেঞ্জের সমাধান বের করতে মুসলমানদের আমন্ত্রণ জানাচ্ছে কানস

কানস (সমাজের জন্য জ্ঞানের প্রয়োগ এবং ধারণা) বৈজ্ঞানিক প্রতিযোগিতার এবারের তৃতীয় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কানস (সমাজের জন্য জ্ঞানের প্রয়োগ এবং ধারণা) বৈজ্ঞানিক প্রতিযোগিতার এবারের তৃতীয় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইসলামি দেশগুলির পণ্ডিত, গবেষক এবং উদ্ভাবকদের প্রযুক্তিগত সাফল্য তুলে ধরা বা বৈজ্ঞানিক চ্যালেঞ্জগুলির সমাধান তুলে ধরার জন্য এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পণ্ডিত, গবেষক, উদ্ভাবক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ৪৫ বছরের কম বয়সী অধ্যাপকরা কানস ২০২৩-এ অংশগ্রহণের জন্য ৫ মিনিটের ভিডিও উপস্থাপনার মাধ্যমে তাদের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ধারণা এবং অর্জনগুলো জমা দিয়েছেন।

আন্তর্জাতিক এই বৈজ্ঞানিক ইভেন্টের লক্ষ্য, বিশেষজ্ঞ সম্প্রদায়ের চরিত্র এবং ক্ষমতা ব্যবহার করার লক্ষ্যগুলি পূরণ করার সাথে সাথে সমাজের সমস্যাগুলি চিহ্নিত করা এবং মোকাবেলা করার জন্য সর্বোত্তম বৈজ্ঞানিক সমাধান খুঁজে বের করা। তরুণ অভিজাতদের অনুপ্রেরণা এবং সৃজনশীলতার স্তর বাড়ানো। বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত ধারণাগুলি সনাক্ত এবং বিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা এবং গবেষকদের উদ্দেশ্যমূলক এবং টেকসই মিথস্ক্রিয়ায় নিযুক্ত করা।

প্রতিযোগিতার প্রথম পর্ব ২০১৭ সালে স্বাস্থ্য, জ্বালানি, অর্থনীতি, পানি ও পরিবেশ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির পাঁচটি ক্ষেত্রে অনুষ্ঠিত হয়। এতে দেশের ৬ শতাধিক প্রযুক্তিবিদ এবং তরুণ গবেষক অংশ নেন। সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: