বীরত্বপূর্ণ ও দুঃসাহসিক অভিযানের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ফিলিস্তিনিরাই নিয়েছে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা সম্প্রতি যে বীরত্বপূর্ণ ও দুঃসাহসিক অভিযান চালিয়েছে তা সম্পূর্ণভাবে ফিলিস্তিনিদের সিদ্ধান্তের ভিত্তিতেই হয়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা সম্প্রতি যে বীরত্বপূর্ণ ও দুঃসাহসিক অভিযান চালিয়েছে তা সম্পূর্ণভাবে ফিলিস্তিনিদের সিদ্ধান্তের ভিত্তিতেই হয়েছে।
ফিলিস্তিনি যোদ্ধাদের এই অভিযান বাইরের কোনো দেশের ইঙ্গিতে হয়েছে বলে আমেরিকা ও কয়েকটি পশ্চিমা দেশ যে দাবি করেছে তা নাকচ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। গতকাল (মঙ্গলবার) ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার কর্মকর্তা এবং প্রতিবেশী দেশগুলোতে নিযুক্ত কালচারাল কাউন্সেলরদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, “যা ঘটেছে তা ১০০ ভাগ ফিলিস্তিনি সিদ্ধান্তেই ঘটেছে।”
আমির আবদুল্লাহিয়ান বলেন, “ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। চার দশকের যুদ্ধের মধ্যদিয়ে প্রতিরোধ যোদ্ধারা শিখে গেছে- গাজা ও লেবাননের সুরক্ষার জন্য তাদের কী প্রয়োজন।
ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের জন্য ইরান অবশ্যই রাজনৈতিক, গণমাধ্যম, আন্তর্জাতিক ও আধ্যাত্মিক সমর্থন অব্যাহত রাখবে। ইরান মনে করে, ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে লেবানন ও ফিলিস্তিনিদের লড়াই বৈধ পদক্ষেপ।”#
পার্সটুডে
.