• Dec 29 2022 - 13:11
  • 73
  • : Less than one minute

বিশ্বের ৭ম বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী ইরান

বিশ্বের অন্যান্য দেশে যখন ইস্পাত উৎপাদন হ্রাস পেয়েছে তখন এর উৎপাদন বেড়েছে ইরানে।

বিশ্বের অন্যান্য দেশে যখন ইস্পাত উৎপাদন হ্রাস পেয়েছে তখন এর উৎপাদন বেড়েছে ইরানে। একই সাথে পশ্চিমা দেশগুলি ইরানের ইস্পাত পণ্যের বাজার হয়ে উঠেছে। একজন ইরানি ইস্পাত প্রস্তুতকারক এই তথ্য জানান।বুধবার ইরানি মিডিয়ার সাথে কথা বলার সময় ইরানের ইস্পাত প্রস্তুতকারক মোহাম্মদ সাইদি বলেন, দেশটি সাম্প্রতিক বছরগুলিতে শীর্ষ ১০ ইস্পাত উৎপাদনকারী দেশের মধ্যে ছিল। কিন্তু নভেম্বরে দেশটির ইস্পাত শিল্পের র‌্যাঙ্কিং সপ্তম স্থানে উঠে এসেছে। ২ দশমিক ৯ মিলিয়ন টন উৎপাদন নিয়ে র‌্যাঙ্কিংয়ে এই অগ্রগতি হয়েছে।

সাইদি বলেন, নভেম্বরে ইরানের উৎপাদিত স্টিলের পরিমাণ তুরস্ক, জার্মানি এবং ব্রাজিলকে ছাড়িয়ে গেছে এবং বিশ্ব টেবিলে এর স্থান ৭ম স্থানে চলে এসেছে। সূত্র: মেহর নিউজ।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: