• Dec 22 2022 - 12:13
  • 73
  • : Less than one minute

বিশ্বের ৪৮টি দেশে ন্যানোপণ্য রপ্তানি করে ইরান

গত ইরানি ক্যালেন্ডার বছরে (মার্চ ২০২১ থেকে মার্চ ২০২২) ইরানি ন্যানোটেকনোলজি কোম্পানিগুলি বিশ্বের ৪৮টি দেশে পণ্য রপ্তানি করেছে।

গত ইরানি ক্যালেন্ডার বছরে (মার্চ ২০২১ থেকে মার্চ ২০২২) ইরানি ন্যানোটেকনোলজি কোম্পানিগুলি বিশ্বের ৪৮টি দেশে পণ্য রপ্তানি করেছে। বার্তা সংস্থা ইরনা মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।গত বছর রপ্তানি পণ্য থেকে দেশটির ৬২ মিলিয়ন ডলার আয় হয়েছে। যা আগের বছরের তুলনায় ৫৩ শতাংশ বেশি।

রপ্তানি গন্তব্যের ৪৮টি দেশের মধ্যে সবার শীর্ষে রয়েছে তুরস্ক এবং ইরাক। ইরানের তৈরি ন্যানো প্রযুক্তিগত পণ্যগুলির সবচেয়ে গুরুত্বপূর্ণ আমদানিকারক এই দুই দেশ। যেখান থেকে ১০ মিলিয়ন লাভ হয়েছে দেশটির।

ইরানি ন্যানোটেক পণ্যের অন্যান্য গ্রাহকদের মধ্যে রয়েছে রাশিয়া, ভারত, কাজাখস্তান, আমেরিকা, ইংল্যান্ড, মঙ্গোলিয়া, পাকিস্তান ইত্যাদি। সূত্র: তেহরান টাইমস

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: