• Feb 5 2025 - 09:22
  • 23
  • : Less than one minute

বিশ্বের ৩৫টি দেশ ইরানের জৈবপ্রযুক্তির ওষুধ ব্যবহার করে

ইরানি মেডিকেল বায়োটেকনোলজি পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সচিব জানিয়েছেন, বিশ্বের ৩৫টি দেশে এই পণ্য রপ্তানি হচ্ছে।

ইরানি মেডিকেল বায়োটেকনোলজি পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সচিব জানিয়েছেন, বিশ্বের ৩৫টি দেশে এই পণ্য রপ্তানি হচ্ছে।

অ্যাসোসিয়েশন অফ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অফ মেডিকেল বায়োটেকনোলজি প্রোডাক্টস অব ইরানের সেক্রেটারি হোসেইন আমির-আজদি ওই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন: নিপীড়নমূলক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের জৈবপ্রযুক্তির ওষুধ গত বছর ৩৩টি দেশে এবং এ বছর ৩৫টি দেশে রপ্তানি করা হয়েছে। বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, আমির আজদি তেহরানে চতুর্থ কংগ্রেস এবং জৈবপ্রযুক্তির ওষুধ প্রদর্শনীর ফাঁকে আরও বলেছেন: ইরানের জৈবপ্রযুক্তির ওষুধ শিল্প দেশের জন্য ২ হাজার কোটি ডলার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে এবং ইরানের ওষুধ রপ্তানির ৬০ শতাংশই এই শিল্পের সাথে সম্পর্কিত।

মেডিকেল বায়োটেকনোলজিক্যাল পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সচিব বলেন: বিশ্বব্যাপী জৈবপ্রযুক্তির ১৫০টি ওষুধের মধ্যে ৪০টি পণ্য বর্তমানে ইরানে উৎপাদিত হয়।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: