• Nov 28 2023 - 12:34
  • 42
  • : Less than one minute

বিশ্বের ১৩তম বৃহৎগম উৎপাদনকারী দেশ ইরান

মার্কিন কৃষি বিভাগের পরিসংখ্যান মতে, ইরান ২০২৩ সালে বিশ্বের ১৩তম বৃহত্তম গম উৎপাদক দেশ হিসেবে পরিগণিত হয়েছে।

মার্কিন কৃষি বিভাগের পরিসংখ্যান মতে, ইরান ২০২৩ সালে বিশ্বের ১৩তম বৃহত্তম গম উৎপাদক দেশ হিসেবে পরিগণিত হয়েছে। দেশ এই বছর ১৪ মিলিয়ন টন গম উৎপাদন করেছে।
 
বিশ্বে শস্য উৎপাদন পরিস্থিতির ওপর সর্বশেষ ওই প্রতিবেদনে বলা হয়, ইরান ২০২৩ শস্য বছরে ১৪ মিলিয়ন টন গম উৎপাদন করেছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ৮ লাখ টন বেশি।
 
প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের একই সময়ের তুলনায় ২০২৩ সালে ইরানের গম উৎপাদন ছয় শতাংশ বেড়েছে।
 
ইরান ২০২২ সালে ১৩ দশমিক ২ মিলিয়ন টন গম উৎপাদন করে। চীন ২০২৩ সালে বিশ্বের বৃহত্তম গম উৎপাদনকারী দেশ হয়ে ওঠে। এই সময়ের মধ্যে দেশটিতে ১৩৭ মিলিয়ন টনেরও বেশি গম উৎপাদন হয়। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত। সূত্র: মেহর নিউজ
Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: