• Jan 30 2025 - 16:33
  • 15
  • : Less than one minute

বিশ্বের সিরামিক শিল্পে ইরানের অবস্থান শীর্ষস্থানীয়

ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়ের শিল্প বিষয়ক উপমন্ত্রী নাদেরেহ রেজায়ি বলেছেন: প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত বিশ্বের সিরামিক শিল্পের কেন্দ্র ইরান।

ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়ের শিল্প বিষয়ক উপমন্ত্রী নাদেরেহ রেজায়ি বলেছেন: প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত বিশ্বের সিরামিক শিল্পের কেন্দ্র ইরান। ইরানের সিরামিক শিল্পের দ্বিবার্ষিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে দেওয়া এক বার্তায় তিনি এই দাবি করেন।

ইরানের সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা উপমন্ত্রী নাদেরেহ রেজায়ি, জাতীয় সিরামিক শিল্প বিষয়ক দ্বাদশ দ্বিবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানের প্রাক্কালে দেওয়া ওই বার্তায় আরও বলেন: একদিকে সিরামিক এবং মৃৎশিল্প মানুষের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, অপরদিকে ইরানি জনগণের শৈল্পিক প্রকাশ। ইরানে শিল্পের এই ধারা কখনও থামে নি এবং সর্বদাই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সামনের দিকে এগিয়ে গেছে। পার্সটুডে আরও জানায়, বিশ্বে ইরানি সিরামিকের মর্যাদা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে রেজায়ি আরও বলেন: ইরানি সিরামিক শিল্পীরা আজ বিশ্ব সিরামিক শিল্পে অন্যতম এবং অগ্রগণ্য।

ইরানের সংস্কৃতি ও ইসলামি নির্দেশনা উপমন্ত্রীর বার্তার আরেকটি অংশে বলা হয়েছে: সাম্প্রতিক বছরগুলোতে সিরামিক শিল্পের অগ্রগতিতে দ্বিবার্ষিক সিরামিক সম্মেলন একটি গুরুত্বপূর্ণ প্রবণতা তৈরি করেছে। মৃৎশিল্পের ক্ষেত্রে সীমাহীন তৎপরতার মাধ্যমে এবং এ শিল্পের সীমানা সম্প্রসারণের মাধ্যমে সিরামিক শিল্পটিকে অত্যাধুনিক রূপে ফুটিয়ে তোলা সম্ভব হয়েছে।

ইরানের দ্বাদশ জাতীয় সিরামিক দ্বিবার্ষিক সম্মেলন গত ৩ জানুয়ারী ২০২৫ শুক্রবার তেহরানে অনুষ্ঠিত হয়েছে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: