বিশ্বের শীর্ষ তেল পাইপলাইন নির্মাতা হয়ে উঠেছে ইরান
গ্লোবাল এনার্জি মনিটর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলেছে, নির্মাণাধীন তেল পাইপলাইনের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দেশ ইরান।
গ্লোবাল এনার্জি মনিটর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলেছে, নির্মাণাধীন তেল পাইপলাইনের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দেশ ইরান।ওই প্রতিবেদন মতে, ইরানের তেল মন্ত্রণালয়ও বিশ্বের শীর্ষ তেল পাইপলাইন স্থাপনকারীদের মধ্যে রয়েছে।
গ্লোবাল এনার্জি মনিটরের নতুন তথ্য মতে, ২৫ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে বিশ্বব্যাপী নির্মাণাধীন সব তেল সঞ্চালন পাইপলাইনের ৪৯ শতাংশ আফ্রিকা এবং পশ্চিম এশিয়ায় রয়েছে।
গ্লোবাল অয়েল ইনফ্রাস্ট্রাকচার ট্র্যাকারের তথ্যের ২০২৩ সালের বার্ষিক সমীক্ষায় দেখা গেছে, এই অঞ্চলগুলি একসাথে ১৪ বিলিয়ন মার্কিন ডলারের আনুমানিক মূলধন ব্যয়ে ৪ হাজার ৪শ কিলোমিটার (কিমি) অপরিশোধিত তেল ট্রান্সমিশন পাইপলাইন তৈরি করছে।
পাইপলাইন স্থাপনের ক্ষেত্রে শীর্ষস্থানীয় পাঁচটি দেশ (প্রস্তাবিত এবং নির্মাণাধীন) হচ্ছে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ইরাক ও তানজানিয়া। সূত্র: তেহরান টাইমস।
.