বিশ্বে তেলের মজুদে তৃতীয় বৃহত্তম দেশ ইরান: ওপেক
বিশ্বে তৃতীয় বৃহত্তম প্রমাণিত তেলের মজুদ রয়েছে ইরানের।জ্বালানি তেল উত্তোলক ও রফতানিকারক দেশগুলোর সংগঠক ওপেক এর এক নতুন পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে।
বিশ্বে তৃতীয় বৃহত্তম প্রমাণিত তেলের মজুদ রয়েছে ইরানের।জ্বালানি তেল উত্তোলক ও রফতানিকারক দেশগুলোর সংগঠক ওপেক এর এক নতুন পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে।
সংস্থাটির তথ্যমতে, ইরানের মোট ২ লাখ ৮ হাজার ৬শ বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে। ২০১৯ সাল থেকে ২০২২ সালের মধ্যে দেশটির তেল মজুদের পরিমাণ অপরিবর্তিত ছিল।
২০১৮ সালে এই পরিমাণ ১ লাখ ৫৫ হাজার ৬শ বিলিয়ন ব্যারেল ছিল। কিন্তু পরের বছর ৫৩ বিলিয়ন ব্যারেল বেড়ে যায়। ওপেকের পরিসংখ্যান মতে, ভেনেজুয়েলা এবং সৌদি আরব ২০২২ সালে যথাক্রমে ৩ লাখ ৩ হাজার ২২১ এবং ২ লাখ ৬৭ হাজার ১৯২ বিলিয়ন ব্যারেল মজুদ নিয়ে বিশ্বের প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করে।
সূত্র: মেহর নিউজ।
.