• Oct 12 2025 - 12:37
  • 1
  • : 1 minute(s)

বিশ্বব্যাপী জাগরণ ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে রাজনৈতিকভাবে চাপে ফেলেছে: ইরানি আলেম

পশ্চিম ইরানের কেরমানশাহের সুন্নিদের জুমার নামাজের ইমাম বলেছেন, নিপীড়নের বিরুদ্ধে বিশ্বব্যাপী জাগরণ ইহুদি শাসনব্যবস্থাকে রাজনৈতিক দ্বিধায় ফেলেছে।

পশ্চিম ইরানের কেরমানশাহের সুন্নিদের জুমার নামাজের ইমাম বলেছেন, নিপীড়নের বিরুদ্ধে বিশ্বব্যাপী জাগরণ ইহুদি শাসনব্যবস্থাকে রাজনৈতিক দ্বিধায় ফেলেছে।

পার্সটুডের মতে, কদর নিউজ এজেন্সির ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে পশ্চিম ইরানের কেরমানশাহের সুন্নিদের জুমার নামাজের ইমাম মামোস্তা "মোল্লা আবদুর রহমান মোরাদি" বলেছেন, নিপীড়ন ও দখলদারিত্বের বিরুদ্ধে বিশ্বব্যাপী জাগরণ ইহুদি শাসনব্যবস্থাকে রাজনৈতিক ও সামাজিক দ্বিধায় ফেলেছে, এমনকি অধিকৃত অঞ্চলের লোকেরাও এই শাসক গোষ্ঠীর যুদ্ধ-প্ররোচনামূলক নীতিতে বিরক্ত।

মামোস্তা মোরাদি আরো বলেন, গাজায় যুদ্ধবিরতি ফিলিস্তিনি জনগণের দৃঢ়তা ও প্রতিরোধ, প্রতিরোধ ফ্রন্টের প্রচেষ্টা এবং বিশ্বের মুক্ত জাতিগুলোর সমর্থনের ফলাফল যা আলোকিতকরণের মাধ্যমে ইহুদি শাসনব্যবস্থার আসল চেহারা প্রকাশ করেছে এবং এর সমর্থক সরকারগুলোর ওপর চাপ সৃষ্টি করেছে। তিনি জোর দিয়ে বলেন,  বিশ্বের মুসলমানদের ঐক্য ও সচেতনতার সাথে নিপীড়ন ও আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং আনুগত্যের কাজ সম্পাদন করে এবং ঈমানকে শক্তিশালী করে বিশ্বে শান্তি ও আধ্যাত্মিকতার প্রসারের পথ প্রশস্ত করতে হবে।

পাকিস্তানি সুন্নি পণ্ডিত জাতিসংঘের প্রতি ইসরায়েলি অপরাধীদের বিচারের আহ্বান জানিয়েছেন

অন্যদিকে, পাকিস্তানি সুন্নি পণ্ডিত মুহাম্মদ শাদাব রাজা নকশবন্দি বলেছেন যে ইসরায়েলের অপরাধ এতটাই নৃশংস এবং ব্যাপক যে হিটলার বেঁচে থাকলে তিনি তা দেখে কাঁপতেন। গাজায় ইহুদিবাদী শাসনের অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নীরবতার সমালোচনা করে এই পাকিস্তানি পণ্ডিত জোর দিয়ে বলেন যে প্রকৃত ফিলিস্তিনি নেতাদের উপস্থিতি এবং সমর্থন ছাড়া কোনো চুক্তি গ্রহণযোগ্য নয় এবং জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিচার আদালতের উচিত রাজনৈতিক চুক্তির সাথে মোকাবিলা না করে ন্যায়বিচার বাস্তবায়ন করা এবং ইসরায়েলি অপরাধের অপরাধীদের বিচার করা। তিনি পশ্চিমাদের দ্বৈত নীতির তীব্র সমালোচনা করে আরও বলেন, আমেরিকা এবং অন্যান্য কিছু দেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইসরায়েলের অপরাধে জড়িত। তাদের ভেটো ক্ষমতা ব্যবহার করে তারা ইহুদিবাদী শাষক গোষ্ঠীকে সন্ত্রাসবাদ করার স্পষ্ট লাইসেন্স দিয়েছে। মুহাম্মদ শাদাব রাজা নকশবন্দী আরো বলেন, "যদিও বিশ্বজুড়ে ইসলামি দেশগুলো গাজার জনগণের সমর্থনে দাঁড়িয়েছে, ইসলামি সহযোগিতা সংস্থা কেবল নিন্দার বিবৃতি জারি করেছে। যদি এই সংস্থাটি ফিলিস্তিনিদের গণহত্যার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিত তাহলে ইসরায়েল কখনও এই অপরাধ চালিয়ে যাওয়ার সাহস করত না।"#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: