বিশ্ব রানার আপ ইরানের নারী লাইফগার্ডরা
ইরানি নারী লাইফগার্ডিং দল লাইফসেভিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৪ (এলডাব্লিউসি ২০২৪) এ রৌপ্য পদক জিতেছে।
ইরানি নারী লাইফগার্ডিং দল লাইফসেভিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৪ (এলডাব্লিউসি ২০২৪) এ রৌপ্য পদক জিতেছে। লাইফসেভিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৪ (এলডাব্লিউসি ২০২৪) ২৩ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে অনুষ্ঠিত হচ্ছে।
নারী ইরানি দল সমুদ্র সৈকত থেকে ৪০, ৯০ ফুটের দুটি বিভাগে রৌপ্য পদক জিতেছে। ওই দুই শ্রেণিতে মিশরীয় দল প্রথম এবং স্বাগতিক দল (অস্ট্রেলিয়া) তৃতীয় স্থানে উঠে আসে। সূত্র: মেহর নিউজ
.