• Sep 2 2025 - 07:01
  • 12
  • : Less than one minute

বিশ্ব যুব ভলিবল চ্যাম্পিয়নশিপ জয়ে ইরানের সর্বোচ্চ নেতার অভিনন্দন

অনূর্ধ্ব-২১ বিশ্ব ভলিবল চ্যাম্পিয়নশিপে জয় লাভ করায় ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা ইরানের জাতীয় যুব ভলিবল দল ও  দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

অনূর্ধ্ব-২১ বিশ্ব ভলিবল চ্যাম্পিয়নশিপে জয় লাভ করায় ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা ইরানের জাতীয় যুব ভলিবল দল ও  দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছেন। রবিবার সন্ধ্যায় অভিনন্দন বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী বলেন, “আপনারা জাতির জন্য আনন্দ বয়ে এনেছেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ,”  ইরানের সর্বোচ্চ নেতা এই বিজয়ে ইরানের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, ইরানের জাতীয় যুব ভলিবল দল  অনূর্ধ্ব-২১ বিশ্ব ভলিবল চ্যাম্পিয়নশিপের প্রাথমিক পর্যায় থেকে  টানা ৮টি জয নিয়ে ফাইনালে উঠে এবং চূড়ান্ত পর্বে ইতালিকে ৩-১ এ হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়।

 

মেহর নিউজ।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: