• May 2 2023 - 16:28
  • 104
  • : Less than one minute

বিশ্ব ব্যবস্থার পরিবর্তনে ভূমিকা রাখতে পারে ইরান ও ভারত: রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বিশ্ব ব্যবস্থায় দ্রুত গতিতে পরিবর্তন ঘটছে এবং ভারত ও ইরান এই পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বিশ্ব ব্যবস্থায় দ্রুত গতিতে পরিবর্তন ঘটছে এবং ভারত ও ইরান এই পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। তেহরান সফররত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

রায়িসি বলেন, বিশ্ব একটি বড় ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে এবং নতুন একটি বিশ্ব ব্যবস্থা গঠিত হচ্ছে। তিনি বলেন, এই পরিবর্তনে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলো বিশেষ করে সাংহাই সহযোগিতা সংস্থা এবং ব্রিক্স কার্যকর ভূমিকা পালন করতে পারে কারণ এসব সংস্থাভুক্ত দেশগুলোর রয়েছে উল্লেখযোগ্য শক্তি ও প্রাকৃতিক সম্পদ।

নয়াদিল্লির সঙ্গে তেহরানের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট রায়িসি বলেন, ভারত ও ইরানের সম্পর্ক শক্তিশালী হলে তা এই দুই দেশের স্বার্থ রক্ষার পাশাপাশি আফগানিস্তানের মতো ইস্যুগুলোর সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

সোমবারের ওই সাক্ষাতে ভারতের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা দোভাল একথার সত্যতা নিশ্চিত করেন যে, বিশ্ব একটি বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন, নয়াদিল্লি বিশ্বাস করে এই পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখার জন্য ভারতকে তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিশেষ করে ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী ও গভীর করতে হবে।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: