• Aug 24 2022 - 14:34
  • 94
  • : Less than one minute

বিশ্ব জ্যোতির্বিদ্যা অলিম্পিয়াডে শীর্ষে ইরানি শিক্ষার্থীরা

জ্যোতির্বিদ্যা এবং জ্যোতির্পদার্থবিদ্যার উপর ১৫তম আন্তর্জাতিক অলিম্পিয়াডে (আইওএএ) ইরান বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। ১৪ থেকে ২২ আগস্ট জর্জিয়ার কুতাইসিতে আইওএএ ২০২২ অনুষ্ঠিত হয়।ইরানি দল ৯টি স্বর্ণ ও ১টি রৌপ্যপদক জিতে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টে প্রথম স্থান অর্জন করে। ৪৫টি দেশের ২৫০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।আন্তর্জাতিক এই অলিম্পিয়াডে মেহেদি ওস্তাদ মোহাম্মদি, সেপেহর সালামাত, মোহাম্মদ মেহেদি আবেদিয়ান, ফরহাদ আজিজি সাতারি, সৈয়দ ইউসেফ মিরওসেফি, সাহান্দ ইসমাঈলজাদেহ, সাহান্দ ইসমাঈল, সাহান্দ মোহাম্মদি আরিয়া ঘনবারি এবং আরসাম মাজদ স্বর্ণপদক এবং আলিরেজা আলেই হারেহ দাশত রৌপ্যপদক জিতেছেন।আইওএএ ২০২১-এ ইরানের প্রতিনিধি দল ২টি স্বর্ণপদক, ৫টি রৌপ্যপদক, ২টি ব্রোঞ্জপদক এবং একটি সম্মানসূচক ডিপ্লোমা লাভ করে৷ সূত্র: তেহরান টাইমস।

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: