বিশ্ব উদ্ভাবন অলিম্পিয়াডে ৩টি স্বর্ণ ও রৌপ্য পদক জিতল ইরানি শিক্ষার্থীরা
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবন প্রতিযোগিতায় ইরানি কিশোর উদ্ভাবকেরা দুটি স্বর্ণ এবং একটি রৌপ্য পদক জিতেছেন।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবন প্রতিযোগিতায় ইরানি কিশোর উদ্ভাবকেরা দুটি স্বর্ণ এবং একটি রৌপ্য পদক জিতেছেন।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা'র বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ১৬ ও ১৭ জানুয়ারি অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, কাজাখস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীনসহ ১৩টি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা মেকাট্রনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রোগ্রামিং, ইলেকট্রনিক্স, রসায়ন এবং ন্যানোপ্রযুক্তি, জৈবপ্রযুক্তি এবং জ্ঞানমূলক বিজ্ঞান, নতুন শক্তি, পদার্থবিদ্যা এবং জ্যোতির্বিদ্যার ইভেন্টে অংশ নেন।
ইরানি বিজ্ঞান দলের প্রধান মাহদি রাশিদিজাহান জানান, দক্ষিণ কোরিয়ায় ২০২৫ সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা ও আবিষ্কার প্রতিযোগিতায় মেকাট্রনিক্সের বিভাগে আলিরেজা জাফারনেজাদ এবং মেহরান রাজাবির নেতৃত্বে গঠিত দলটি স্বর্ণপদক জিতেছে। আর কৃত্রিম বুদ্ধিমত্তা ইভেন্টে স্বর্ণপদক জিতেছে মঈদ রাজাবি এবং হেলেনা রাজাবির সমন্বয়ে গঠিত দলটি।
তাদের নির্বাচিত নিবন্ধগুলো স্বনামধন্য কোরিয় জার্নালে প্রকাশিত হবে বলে রাশিদিজাহান জানান।
তিনি আরও বলেন: রসায়ন এবং ন্যানোপ্রযুক্তির ক্ষেত্রে তাহা কানআনি এবং মোহাম্মদ হোসেইন রাহমানির সমন্বয়ে গঠিত দলটি প্রতিযোগিতার এই প্রতিযোগিতায় রৌপ্য পদক জিতেছে।# .
পার্সটুডে
.