বিমানের প্রথম জেট ইঞ্জিন প্রদর্শন করবে ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান শিগগিরই নিজেদের তৈরি প্রথম জেট ইঞ্জিন প্রদর্শন করবে।
ইসলামি প্রজাতন্ত্র ইরান শিগগিরই নিজেদের তৈরি প্রথম জেট ইঞ্জিন প্রদর্শন করবে। ইরানি বিশেষজ্ঞরা এই ইঞ্জিন তৈরি করেছেন।
ইরানের কিশ দ্বীপে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এয়ারশোতে ইঞ্জিনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। আগামী ১৩ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত কিশ দ্বীপে আন্তর্জাতিক এয়ারশো অনুষ্ঠিত হবে।
এই এয়ারশো বা বিমান প্রদর্শনী আয়োজনের জন্য গঠিত কমিটির সচিব বিজান বুনাকদার বলেছেন, উড়োজাহাজ শিল্পের ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান এ ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি সাধন করতে সক্ষম হয়েছে। চার দিনের প্রদর্শনী চলার সময় ইরানের তৈরি প্রথম জেট ইঞ্জিন ব্যবহার করা হবে এবং এর মধ্যদিয়ে ইঞ্জিনটির পরীক্ষা সম্পন্ন হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
ইরানের এই প্রদর্শনীতে ইতালি, রাশিয়া, চীন, পাকিস্তান ও তুরস্কের বিভিন্ন কোম্পানিসহ দেশি-বিদেশি প্রায় ৯০টি কোম্পানি অংশ নেবে।
এই এয়ারশোতে ইরান এ ক্ষেত্রে তার সর্বশেষ অর্জন ও সাফল্য তুলে ধরার চেষ্টা করবে বলে জানা গেছে।# পার্সটুডে
.