বিমানবাহিনী বিরতিহীনভাবে নানা অভিযান চালাতে পারে: ইরানের শীর্ষ কমান্ডার
ইরানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে বলেছেন, তার দেশের বিমানবাহিনী বিরতিহীনভাবে নানা অভিযান চালাতে সক্ষম।
ইরানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে বলেছেন, তার দেশের বিমানবাহিনী বিরতিহীনভাবে নানা অভিযান চালাতে সক্ষম।
ইরানের ‘দেফা প্রেস’ নামে একটি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আজ (সোমবার) তার এ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।
সাক্ষাৎকারে ইরানের সামরিক শক্তি এবং যুদ্ধ সক্ষমতার বিশেষ প্রশংসা করেন জেনারেল আজিজ নাসিরজাদে। তিনি বলেন, ইরানের সামরিক বাহিনীর এই কর্তৃত্ব ইরানের মিত্র ও বন্ধুদের খুশি করেছে, কিন্তু শত্রুরা ভীষণ ক্ষিপ্ত হয়েছে।
সম্প্রতি ইরানের ইস্পাহান প্রদেশে ইকতেদার নামে যে দুইদিনব্যাপী সামরিক মহড়া চালানো হয়েছে তার কথা উল্লেখ করে জেনারেল আজিজ নাসিরজাদে বলেন, এই মহড়ায় বিভিন্ন স্মার্ট বোমা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এই মহড়ার মধ্যদিয়ে প্রমাণ হয়েছে, ইরানের বিমান বাহিনী বিরতিহীনভাবে দিনব্যাপী বিভিন্ন রকমের অভিযান পরিচালনা করতে পারে।#
পার্সটুডে
.