• Feb 17 2025 - 09:36
  • 14
  • : 1 minute(s)

বিমান মেরামতে ইরানি কোম্পানিগুলোর গুণগত মানের প্রশংসা করেছেন রাশিয়ার বিমান চলাচল সংস্থার প্রধান

রাশিয়ান বিমান চলাচল সংস্থার প্রধান ইরানি কোম্পানিগুলোর বিমান মেরামতের কাজের গুণগত মানকে চমৎকার বলে বর্ণনা করেছেন।

রাশিয়ান বিমান চলাচল সংস্থার প্রধান ইরানি কোম্পানিগুলোর বিমান মেরামতের কাজের গুণগত মানকে চমৎকার বলে বর্ণনা করেছেন।

রাশিয়ার বিমান চলাচল সংস্থার প্রধান দিমিত্রি ইয়াদরোভ ইরানে রাশিয়ার বেশ কয়েকটি যাত্রীবাহী বিমানের মেরামত ও রক্ষণাবেক্ষণের কথা উল্লেখ করে বলেছেন: "এই ক্ষেত্রে ইরানি কোম্পানিগুলোর কাজের গুণগত মান চমৎকার।" পার্সটুডে জানিয়েছে, দিমিত্রি ইয়াদরোভ আরও বলেন: "ইসলামী প্রজাতন্ত্র ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার সাথে আমাদের সহযোগিতার কাঠামোর আওতায়, রাশিয়ান বিমান সংস্থা অ্যারোফ্লট সম্প্রতি মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ইরানে তাদের একটি বিমান পাঠিয়েছে। কোম্পানির মূল্যায়ন অনুসারে, বিমান চলাচলের যোগ্যতা বজায় রাখার ক্ষেত্রে ইরানি সংস্থাগুলোর কাজের মান অত্যন্ত চমৎকার এবং সন্তোষজনক।"

ইরানের তেল রপ্তানি কোনো বাধা ছাড়াই অব্যাহত রয়েছে

ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির সিইও হামিদ বোর্দ কোনও বাধা ছাড়াই রপ্তানি অব্যাহত রয়েছে বলে ঘোষণা দিয়ে বলেছেন: "সম্ভাব্য সমস্যা সত্ত্বেও তেল রপ্তানি যাতে কোনও বাধা ছাড়াই অব্যাহত থাকে এবং ইরানের অর্থনীতির চালিকাশক্তি যাতে থেমে না যায় তা নিশ্চিত করার চেষ্টা করছি।"

বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি

শুল্ক আরোপ ইস্যুতে অন্যান্য দেশের সাথে মার্কিন বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বেগ হ্রাস পাওয়ার ফলে বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে। রয়টার্স জানিয়েছে শুক্রবার তেলের দাম বেড়েছে জ্বালানির চাহিদা বৃদ্ধির কারণে। এপ্রিলের আগে বিশ্বব্যাপী শুল্ক আরোপের মার্কিন পরিকল্পনা বাস্তবায়িত হবে না এবং এর ফলে বাণিজ্যযুদ্ধ না হওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়ায় তেলের চাহিদা বেড়েছে।

রাশিয়ার তেল ও জ্বালানি রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (IEA) ঘোষণা করেছে যে জানুয়ারিতে তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রি থেকে রাশিয়ার রাজস্ব ডিসেম্বরের তুলনায় ৯০ কোটি ডলার বেড়ে ১৫৮০ কোটি ডলারে পৌঁছেছে, কারণ নিষেধাজ্ঞা সত্ত্বেও তেলের দাম বেড়েছে এবং রপ্তানির পরিমাণ স্থিতিশীল রয়েছে।

১৪০৪ সালে ইরানের মুক্ত অঞ্চল রপ্তানিতে ২ বিলিয়ন ডলারের পূর্বাভাস

ইরানের মুক্ত অঞ্চলের সুপ্রিম কাউন্সিলের সচিব রেজা মাসরুর আগামী বছরের জন্য ২ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা করে বলেছেন: "এই অঞ্চলগুলোতে আইনি বাধা অপসারণ এবং রপ্তানি প্রণোদনা বৃদ্ধি করা একটি অগ্রাধিকারযোগ্য বিষয়।" #

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: