বিভিন্ন দেশ ইরানের সঙ্গে যোগাযোগ স্থাপনে প্রতিযোগিতায় লিপ্ত: আয়াতুল্লাহ খাতামি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, শত্রুদের নানা তৎপরতা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন সরকার এখন ইরানের সঙ্গে যোগাযোগ স্থাপনে প্রতিযোগিতা শুরু করেছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, শত্রুদের নানা তৎপরতা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন সরকার এখন ইরানের সঙ্গে যোগাযোগ স্থাপনে প্রতিযোগিতা শুরু করেছে। এটা ঈমানদারদের প্রতি আল্লাহর সাহায্য ও অনুগ্রহের নিদর্শন।
তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।
আয়াতুল্লাহ খাতামি বলেন, 'আমরা যেখানেই থাকি না কেন, ধর্মের পথে অটল থাকতে হবে। তাহলে আল্লাহর সাহায্য আসবে।'
ইরানের তেহরানের জুমার নামাজের খতিব আরও বলেন, ইরান ও সিরিয়ার মধ্যে সব ক্ষেত্রে সম্পর্ক বিস্তার ও গভীর হওয়া থেকে এটা স্পষ্ট সর্বোচ্চ নেতার প্রতিরোধের নীতি সফল হয়েছে। এক সময় যখন সবাই সিরিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তখন একমাত্র ইরান সিরিয়ার পক্ষে অবস্থান নিয়েছিল। এটা ছিল সর্বোচ্চ নেতার সঠিক নীতির অংশ।
আয়াতুল্লাহ খাতামি বলেন, তুরস্ক ও সিরিয়ার প্রেসিডেন্ট ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ জানিয়েছেন। সবচেয়ে বড় কথা, মহান আল্লাহ নিজে জনগণের সেবকদেরকে ধন্যবাদ জানান।#
পার্সটুডে
.