বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা ঠেকিয়ে রাখা যাবে না: ইরানের প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বহু মেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠার প্রক্রিয়া ঠেকানো যাবে না।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বহু মেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠার প্রক্রিয়া ঠেকানো যাবে না। তিনি রুশ বার্তা সংস্থা স্পুৎনিক-কে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন।
রায়িসি আরও বলেছেন, কেবল পশ্চিমা দেশগুলোই বহু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ার বিরোধিতা করছে। তবে তারা এই প্রক্রিয়াকে স্তব্ধ করতে পারবে না।
স্পুৎনিকের সঙ্গে সাক্ষাতকারে তিনি বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্মক ভূমিকার কথাও তুলে ধরেন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, সাংহাই সহযোগিতা সংস্থার মতো আঞ্চলিক সংস্থাগুলোর মাধ্যমেই নয়া বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে। পাশ্চাত্যের বাইরেও শক্তির অনেক কেন্দ্র রয়েছে বলে তিনি জানান।
রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি এবং স্বাধীনচেতা সব জাতির প্রতি ইরানের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে।
আমেরিকার নিষেধাজ্ঞার নীতি ব্যর্থ হয়েছে উল্লেখ করে রায়িসি বলেন, আমেরিকা নিজেও এখন বুঝতে পেরেছে নিষেধাজ্ঞা দিয়ে কোনো কাজ হবে না। এ কারণে তারা অন্যান্য পন্থা অবলম্বন শুরু করেছে।
সাইবার সন্ত্রাসবাদ এখন মারাত্মক সমস্যা বলে মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট। আমেরিকা ইরানে সহিংসতা ও নৈরাজ্য ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করলেও হিসাব-নিকাশে ভুল করেছে বলে জানান রায়িসি।# পার্সটুডে
.