বহু বন্দীকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (রোববার) বহু বন্দীকে ক্ষমা করে দিয়েছেন।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (রোববার) বহু বন্দীকে ক্ষমা করে দিয়েছেন। একইসঙ্গে বহু বন্দীর সাজাও কমিয়ে দিয়েছেন।
এদের মধ্যে সাম্প্রতিক সহিংসতার সময় আটক বেশ কিছু বন্দীও রয়েছেন। ইসলামি বিপ্লব বার্ষিকী ও পবিত্র রজব মাস উপলক্ষে তাদেরকে ক্ষমা করা হয়েছে।
ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি-এজেই এসব বন্দীকে ক্ষমা করতে সর্বোচ্চ নেতার কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন। সর্বোচ্চ নেতা ঐ প্রস্তাব অনুমোদন করেছেন।
ক্ষমাপ্রাপ্তদের মধ্যে সাম্প্রতিক সহিংসতায় জড়িত একদল বন্দীর বাইরেও সাধারণ আদালত, বিপ্লবী আদালত এবং সশস্ত্র বাহিনীর আদালতে সাজাপ্রাপ্ত একদল বন্দীও রয়েছেন।
তবে বিদেশি এজেন্সির জন্য গুপ্তচরবৃত্তি, বিদেশি গুপ্তচরদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা, ইচ্ছাকৃত হত্যা, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস ও অগ্নিসংযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে ক্ষমা বা সাজা মওকুফের তালিকায় স্থান দেওয়া হয়নি।
প্রতি বছরই বিপ্লব বার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ নেতা কিছু সংখ্যক বন্দীকে মুক্ত অথবা তাদের সাজা মওকুফের প্রস্তাবে সম্মতি দেন। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। তবে তুলনামূলকভাবে এ বছর বেশি সংখ্যক বন্দীকে ক্ষমার আওতায় আনা হয়েছে।
ইরানের সংবিধানে সর্বোচ্চ নেতাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে।
ইরানে ইসলামি বিপ্লবের ৪৪তম বিজয় দিবসকে সামনে রেখে বর্তমানে ১০ দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। আগামী ১১ ফেব্রুয়ারি হচ্ছে ইরানের ইসলামি বিপ্লবের ৪৫তম বিজয় দিবস।# পার্সটুডে
.