• Sep 13 2023 - 06:24
  • 63
  • : 1 minute(s)

বহিঃশক্তিগুলোর চাপিয়ে দেয়া যুদ্ধ ধুলিঝড়ের অন্যতম কারণ: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পশ্চিম এশিয়ায় বহিঃশক্তিগুলোর চাপিয়ে দেয়া একের পর এক যুদ্ধ এ অঞ্চলে বালু ও ধুলিঝড় সৃষ্টির অন্যতম প্রধান কারণ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পশ্চিম এশিয়ায় বহিঃশক্তিগুলোর চাপিয়ে দেয়া একের পর এক যুদ্ধ এ অঞ্চলে বালু ও ধুলিঝড় সৃষ্টির অন্যতম প্রধান কারণ। তিনি গতকাল (রোববার) তেহরান সফররত জাতিসংঘের একজন উপ মহাসচিবের সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন।

মধ্যপ্রাচ্য জুড়ে বালু ও ধুলিঝড় মোকাবিলা করার উপায় খুঁজে বের করার লক্ষ্যে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত দু’দিনব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাতিসংঘের উপ মহাসচিব এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন বা ইএসসিএপি’র নির্বাহী সচিব আলিস জাবানা ওই সম্মেলনে যোগ দেন।

সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বহিঃশক্তিগুলো তাদের অশুভ লক্ষ্য অর্জনের জন্য এ অঞ্চলের জনগণ ও প্রকৃতির ওপর এই বিপর্যয় চাপিয়ে দিয়েছে। পশ্চিম এশিয়ার পরিবেশের ওপর এই ভয়াবহ বিপর্যয় চাপিয়ে দিতে তাদের এতটুকু কুণ্ঠাবোধ হয়নি।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, বালু ও ধুলিঝড়ের মাত্রা কমিয়ে এই প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ইএসসিএপি’কে সহযোগিতা বাড়াতে তেহরান প্রস্তুত রয়েছে।

সাক্ষাতে বালু ও ধুলিঝড় প্রতিহত করতে জাবানা আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানান এবং এক্ষেত্রে ইএসসিএপির পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন।

সৌদি আরব ও ইরাকের মরুভূমিতে সৃষ্ট বালু ও ধুলিঝড়ের কারণে বাতাসের বিশাল স্তরে বালু ও ধুলিকণা ছড়িয়ে পড়ে। বালু ও ধুলিকণাসমৃদ্ধ ওই দুষিত বায়ু শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইরানে প্রবেশ করে এবং ইরানের বায়ূ দূষণের অন্যতম প্রধান কারণ এই দূষিত বায়ু। আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা ছাড়া ইরানের একার পক্ষে এই দূষণ রোধ করা সম্ভব নয়।#

পার্সটুডে

Dhaka Bangladesh

Dhaka Bangladesh

.

:

:

:

: